1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় ভূয়া ডাক্তার আটক,দুইটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই নওগাঁর তথ্যের ভিত্তিতে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে পত্নীতলার সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির এর নেতৃত্বে ভুয়া ডাক্তার সঞ্জীব কুমারকে আটক করে ২ মাসের কারাদণ্ড ও দুইটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা করে  মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নওগাঁর প্রত্যক্ষ অংশগ্রহণে পত্নীতলার ডক্টর ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার ও রাজদীপ হেলথ কেয়ার সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির।

এ সময় রাজদীপ হেলথ কেয়ার সেন্টার থেকে ভূয়া ডাক্তার রতন কুমার মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডক্টর ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিচালক প্রদীপ কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভুয়া ডাক্তার সঞ্জীব কুমার কে আটক করে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই নওগাঁর উপ-পরিচালক মোস্তাক আহমেদ এবং সহকারী পরিচালক আনারুল হোসেন নেতৃত্ব প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট