নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই নওগাঁর তথ্যের ভিত্তিতে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে পত্নীতলার সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির এর নেতৃত্বে ভুয়া ডাক্তার সঞ্জীব কুমারকে আটক করে ২ মাসের কারাদণ্ড ও দুইটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নওগাঁর প্রত্যক্ষ অংশগ্রহণে পত্নীতলার ডক্টর ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার ও রাজদীপ হেলথ কেয়ার সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির।
এ সময় রাজদীপ হেলথ কেয়ার সেন্টার থেকে ভূয়া ডাক্তার রতন কুমার মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডক্টর ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিচালক প্রদীপ কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভুয়া ডাক্তার সঞ্জীব কুমার কে আটক করে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই নওগাঁর উপ-পরিচালক মোস্তাক আহমেদ এবং সহকারী পরিচালক আনারুল হোসেন নেতৃত্ব প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত