1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

অন্যায় লাভের দুর আশায় মেয়েকে ভুল বুঝিয়ে স্বামীকে তালাক

মোঃ মিজানুর রহমান মিলন জেলা প্রতিনিধি গাইবান্ধ।
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
Oplus_131072

মোঃ মিজানুর রহমান মিলন
জেলা প্রতিনিধি গাইবান্ধ।
গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা রামপুর গ্রামের মরহুম মিনাজ আলী পুত্র মোঃ শাহ আলম এর কন্যা মোছাঃ শাকিলা আক্তার এর সহিত গাইবান্ধা সদর বল্লমঝাড় রঘুনাথপুর গ্রামের মোঃ মোঃ বাবলু মিয়া এর তৃতীয় পুত্র মোঃ মনিরুল ইসলাম এর সহিত ইসলামী সরাশরিয়ত অনুযায়ী অনুমান তিন বছর পূর্বে বিবাহ হয় বিবাহের পর পরম সুখে ঘর সংসার করাকালীন অবস্থায় পারিবারিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয় তারই প্রেক্ষাপটে ঢাকায় উভয়ের বসবাস হওয়ায় ইতিপূর্বে রামকুরা বনশ্রীতে স্থানীয়ভাবে তিন তিনটি শালিস বৈঠক হয় বৈঠকে কোন সমস্যার সমাধান না হইলে স্ত্রী সন্তানকে পাওয়ার লক্ষ্যে মোঃ মনিরুল ইসলাম বাদী হইয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমলি আদালত (1) একটি ১০০ ধারার বিধান মোতাবেক মামলা দায়ের করেন যাহার মামলা নং223/25 উক্ত মামলার ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষ গণকে ৩০ এপ্রিল বিজ্ঞ আদালতে হাজির হইয়া কারণ দর্শানোর জন্য আদেশ প্রদান করিলে প্রতিপক্ষ গণ আরো মরিয়া উঠে। মামলার সূত্র ধরে জানা যায়
প্রতিপক্ষ গণ শাহ আলম গং সহ সকল প্রতিপক্ষগণ মোছাম্মৎ শাকিলা বেগম ও তার শিশুসন্তান আলামিন মন্ডলসহ প্রতিপক্ষ এক 1/মোঃ শাহ আলম 2/শরীফে বেগম 3/শারমিন বেগম 4/জাহিদুল ইসলাম সর্বসাং রামপুর থানাঃপলাশবাড়ী জেলাঃ গাইবান্ধাগন জোরপূর্বক আটক করে রাখিয়াছে। গত 30 এপ্রিল পেরিয়ে গেলেও প্রতিপক্ষ গন বিজ্ঞ আদালতের কে তোয়াক্কা না করে আদালতে উপস্থিত না হয়ে কোন কারণ দর্শাও সন্তোষজনক জবাব না দিয়েই বরং প্রার্থীপক্ষকে জীবননাশের হুমকি প্রদান করতেছে ইতিমধ্য বিজ্ঞ আদালত প্রতিপক্ষগনকে পুনরায় কারণ দর্শনের আদেশ প্রদান করিয়াছেন। কিন্ত প্রতিপক্ষগণ আদালতের আদেশ কে তোয়াক্কা না করেই একটি জাল জালিয়াতি গত 30 এপ্রিল তালাকের নোটিশ প্রার্থীপক্ষকে প্রেরণ করেছেন যাহা আইনগতভাবে সম্পূর্ণরূপে আইন বহির্ভূত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট