মোঃপনির খন্দকার।
স্টাফঃ রিপোটার।
০১৭৭৪৭৭৭৭১২
গাজীপুরের কালীগঞ্জে তুমুলিয়া ইউনিয়নের কামারবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় লিপন আনুমানিক ১৩ থেকে ১৪ বছরের কিশোরীগুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল)
বিকালে গুরুত্বরো আহত হয় ও জ্ঞান হারিয়ে ফেলে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) কালিগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে কামার বাড়ি এলাকায় বিকালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানাযায়, অনুমান ১৩ থেকে ১৪ বছরের একটি কিশোরী
দৃর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কালীগঞ্জ সদর হাসপাতালে আছে । তার পুরো পরিচয় দিতে পারছে না । তার নাম লিপন।
এ দৃর্ঘটনার সত্যতা যাচাইয়ে কালীগঞ্জ ধানা অফিসার ইনর্চাজ মোঃ আলাল উদ্দিন জানান, তুমুলিয়া ইউনিয়নের কামারবাড়ি সংলগ্ন ট্রেনের ধাক্কায় ১৩-১৪ বছরের একটি কিশোরী গুরুত্বরো আহত হয়েছে। কিশোরীটি কালীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এমতাবস্থায় তার পরিবারকে খুঁজে পাওয়ার জন্য মিডিয়া সহ সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।