1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

সদর উপজেলা গাইবান্ধায় ডেভিডকংপাড়া বাড়ি লুটতরাজ করেছে দুর্বৃত্তরা

মোঃ মিজানুর রহমান মিলন জেলা প্রতিনিধি গাইবান্ধা।
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান মিলন
জেলা প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধা সদর উপজেলা ডেভিডকোংপাড়া তহমিনার বাড়ি লুটতারাজ করেছে দুর্বৃত্তরা এ বিষয়ে মোছাম্মৎ তহমিনা বেগম বাদী হইয়া গত 5 ই এপ্রিল একটি অভিযোগ দায়ের করিলে এসআই দুলাল উক্ত মামলাটি তদন্ত করেন তদন্ত সাক্ষ্যপ্রমাণের প্রমাণিত হইলেও মামালাটি ভিন্ন খাতে প্রবাভিত করার লক্ষ্যে ডেভিডকোং পাড়া পুলিশ ফাঁড়ি এসআই বুলবুলের নিকট তদন্তের জন্য হস্তান্তর করেন এ বিষয়ে এসআই দুলাল সঙ্গে কথা বলিলে তিনি জানান যে উক্ত মামলাটি পুলিশ ফাঁড়ির আওয়াতা রয়েছে তাই মামলাটি কার্যক্রমের জন্য এসআই বুলবুলের নিকট হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে এসআই বুলবুলের নিকট যোগাযোগ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন যেহেতু এটা থানার বিষয় সেহেতু আমার এখানে উক্ত মামাটি হস্তান্তর করার কোন প্রশ্নই উঠে না আমি এ বিষয়ে যথা শীঘ্রই ওসি সাহেবের সঙ্গে কথা বলিব অনুসন্ধানে জানা যায় দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরিয়া তহমিনার বাড়ি লুট তাড়াজ করেছে নগদ অর্থসহ গ্যাস সিলিন্ডার সহ তহমিয়া বেগমের তলপেটে লাথি মারিয়া ইতিমধ্য একটি বাচ্চা নষ্ট করেছে দুর্বৃত্তারা। এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর সঙ্গে কথা বললে তিনি জানান যে বিষয়টি আমার অগোচরেআমি বিষয়টি দেখেতিছি অভিযোগ সূত্রে জানা যায় মোঃ রিয়েল মিয়া গং সহ এগারো জন আরো ও অজ্ঞাতনামা ৪-৫ জন ব্যক্তি মোসাম্মৎ তাহমিনা বেগম স্বামী মোহাম্মদ মামুন মিয়া গ্রামঃ ডেফিডকোংপাড়া থানা জেলাঃ গাইবান্ধাএর বসত বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরিয়া গত 4/5/25 ইং তারিখে সন্ধ্যা অনুমান 6.00 ঘটিকার সময় সকল আসামিগণ পূর্ব পরিকল্পিত ভাবে অনাধিকার ভাবে বিভিন্ন ধরনের অস্ত্র লইয়া বাড়ির ভিতরে আঙ্গিনায় প্রবেশ করিয়া তহমিনা ও তার স্বামীকে অকথ্য আশ্রাব্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করে এক পর্যায়ে তাহমিনা বেগমের ঘরের ভিতরে প্রবেশ করিয়া ভাঙচুর শুরু করে শো কজের ড্রয়ার ভাঙ্গিয়া আসামিগণ বিভিন্ন নোটের ১ লক্ষ ২০ হাজার টাকা অন্যায় লাভের দুরাশায় বাহির করিয়া লয় একই সাথে তহমিনার গলায় থাকার চার আনা ওজনের চেইন ও কানে থাকা ৩ আনা ঝুমকা আসামিগণ ছিনিয়ে নেয় ঘরে থাকা সিলিন্ডার ২৫ থেকে ৩০ টি সিলিন্ডার গ্যাস জোরপূর্বক আসামিগণের বাড়িতে লইয়া যায় এ বিষয়ে তহমিনা বেগম বাদী হইয়া থানায় একটি অভিযোগ দায়ের করিলেও অদ্যবধি পুলিশ কর্তৃপক্ষ আসামিগণের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে তথ্য অনুসন্ধানে পাওয়া যায় এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলিলে তাহারা জানান মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের পাঁয়তারা চালাচ্ছে আসামিপক্ষ অভিযোগকারী তহমিনা বেগম উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত