1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

কালীগঞ্জে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

মোঃ পনির খন্দকার। স্টাফঃ রিপোটার। ০১৭৭৪৭৭৭৭১২
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
Oplus_131072

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড দেওপাড়া এলাকার ঘোড়াশাল রেল ব্রিজের নিচ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয়রা ঘোড়াশাল রেল ব্রিজের নিচে বালুর মধ্যে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে নরসিংদীর রেলওয়ে পুলিশ এসে বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরনে ছিল ফিরোজা নীল রঙের ফুল হাতা গেঞ্জি ও গাঢ় নীল রঙের ট্রাউজার। পোশাকগুলো ছিল ধুলো মাখা ও কিছু অংশ ছেঁড়া।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে আসা কোনো ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভেঙ্গে গেছে। এছাড়া মাথা ও বুকে আঘাতের চিহৃ রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করছেন রেলওয়ে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট