পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের মিড়গর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন করতোয়া নদী ঘেঁষে এই জেলা প্রশাসন ইকোপার্ক নির্মাণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী মহোদয়।
পার্ক টির চারপাশ প্রকৃতিতে ঘেরা অতি মনোরম পরিবেশে এই পার্ক নির্মিত হওয়ায় পঞ্চগড় বাঁসি চির কৃতজ্ঞ পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয়ের কাছে।
পার্কটি নির্মিত হওয়ার মাত্র ৬ মাস হলেও দেখা গেছে দর্শননাতিদের আনাগোনা চোখে পড়ার মতো, পার্কটি দেখভালকারী স্বেচ্ছাসেবক’রা বলছেন পার্কে প্রবেশ করা টিকিটের মূল্য ৫০ টাকা থাকলেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তা কমিয়ে ৩০ টাকা করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন পার্ক দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্কে থাকবে নানান আয়োজন।