কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৮ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
গতকাল শনিবার (১৫ মার্চ) সকাল১০ ঘটিকায় র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুলিয়ারচর উপজেলার ডুমারকান্দা বাজারস্থ ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সুজন মিয়া (৩১) নামের এই মাদক ব্যবসায়ীকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এই সময় সুজনের নিকট থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন, নগদ ৬০০ টাকা এবং ০১ টি সিএনজি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সুজন মিয়া ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের মোঃ শাহিন মিয়ার পুত্র। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ২,৪০,০০০ টাকা। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের র্যাব বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে।