1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ০৭ মে ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

সাবেক তানোর পৌর মেয়র ও বিএনপির আজীবন একনিষ্ঠ কর্মী, তানোর, রাজশাহী, এর কলাম থেকে!

বার্তা প্রেরক; জাকির হোসেন- টুটুল।
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

(কোনো ষড়যন্ত্রই সত্যকে দমিয়ে রাখতে পারবে না)
শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে ইনশাআল্লাহ।

বিগত আওয়ামী লীগের আমলে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে শত প্রতিকূলতা স্বত্তেও সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে ছিলাম এবং আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তও থাকবো। সম্প্রতি তানোরের পাঁচন্দর ইউনিয়নে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে বিন্দু পরিমাণে সম্পৃক্ত না থাকা স্বত্তেও আমাকে নিয়ে শুধুমাত্র নোংরা রাজনীতি খেলায় মেতেছে বিগত দিনে আঁতাত কারী ও দলছুট নিস্ক্রিয় গুটিকয়েক জনের একটি পক্ষ। এতকিছুর পরও সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। শীঘ্রই দেখা হবে রাজনীতির মাঠে। তবে একটা কথা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, দিনশেষে আমি কিন্তু তানোরে বিএনপির রাজনীতির সিংহপুরুষ সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত এমরান আলী মোল্লার আপন ভাগ্নে। এবং বরেন্দ্রভূমির উন্নয়নের রুপকার প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সফল মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের সান্নিধ্যে আমার রাজনীতি শেখার হাতেখড়ি। তাই ভুলভ্রান্তি শুধরিয়ে দ্রুতই দলের নিবেদিত নেতাকর্মীদের সাথে নিয়ে নতুনভাবে রাজনীতি করবো, ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা কামনা করছি।

“শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ”

-মিজানুর রহমান মিজান,
সাবেক পৌর মেয়র ও বিএনপির আজীবন একনিষ্ঠ কর্মী, তানোর, রাজশাহী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট