1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:০০ অপরাহ্ন

ফতেপুর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নাচোলে

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ফতেপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ফুলবাড়ী আম বাগানে ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচীব আলহাজ্ব রফিকুল ইসলাম(চাইনিজ)। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হায়াতুদ্দৌলা হায়াত, জেলা বিএনপি’র সদস্য ও নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, জেলা বিএনপি’র সদস্য সারোয়ার জাহান, ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচীব জহিরুল হক বিশ্বাস বুলু, ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচীব আব্দুর রহিম, চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতা বাবর আলী রুমন, শ্রমীক দল নেতা নুরে আলম বিপুল, জেলা ছাত্রদলের সদস্য সচীব সাদ্দাম হোসেন ও ফতেপুর ছাত্রদল নেতা কাফেক। বক্তারা, বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বলেন, বিগত সরকার দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবেশ নষ্ট করে এক পেশি শাসন কায়েমের মাধ্যমে দেশটাকে ধ্বংস করেছে। জুলাই-আগষ্ট এর ছাত্র জনতার আন্দোলনে রক্তের বিনিময়ে আমরা এক নতুন রাষ্ট্র পেয়েছি। শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। ঐক্য বদ্ধ হয়ে ভংগুর রাষ্ট্রকে মেরামত করতে হবে। বেগম জিয়া ও তারেক রহমানের হাত শক্তিশালি করতে হলে দেশে গনতন্ত্র ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।বিগত সময়ে আন্দোলনে নির্যাতিত নেতা কর্মীদের মূল্যায়ন করার জন্য নেতৃবৃন্দকে আহবান জানানো হয়। সেই সাথে আওয়ামীলীগের দোশরদের থেকে দুরের থাকার জন্য সতর্ক করা হয়। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট