চাঁপাইনবাবগঞ্জের নাচোল কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল ৩টায় নাচোল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচীব ও নাচোল কল্যান ফাউন্ডেশনের পরিচালনা কমিটির চেয়ারম্যান এএইচএম আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সহসভাপতি ও নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য সচীব ও নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, কার্যনির্বাহী কমিটির মহাসচীব সাইদুর রহমান, যুগ্ম মহাসচীব নূরকামাল, সাংগঠনিক সচীব হুমায়ন কবীর আজম,শিক্ষা সচীব আশীষ কুমার চক্রবর্তী, প্রচার প্রকাশনা সচীব মজিদুল হক ও সাংস্কৃতিক সচীব অলিউল হক ডলারসহ কমিটি অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত ৪৬জন শিক্ষার্থীর(৪র্থ-দ্বাদশ) মাঝে ১লাখ ১৪হাজার টাকা প্রদান করা হয়।