বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার জাহঙ্গীর আলম উপজেলার চকবাড়িয়া গ্রামের তাছের আলী সরদারের ছেলে। বৃহস্পতিবার সকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপি অফিসে গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনসহ মোট ২০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলায় চাঁপাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান। তিনি আরও জানান, গ্রেপ্তরকৃতকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।