চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মিথ্যা মামলায় স্বামীকে জেলে পাঠালো এক পাষন্ড স্ত্রী। ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার পীরপুর গ্রামে। আটকৃত ব্যাক্তির মৃত গোলাম মোস্তাফার ছেলে মাসুদ রানা(৪০)। মাসুদ রানার দুলাভাই একরামুল হক জানান, আমার শালা মাসুদের ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় নাচোল উপজেলা আমজোয়ান গ্রামের আব্দুর রউফ এর মেয়ে পিংকি খাতুন(২২) এর সাথে। বিয়ের পর থেকে পিংকি খাতুন বিভিন্ন ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। একাধিকবার মেয়ের বাবা ও ভাই সে বিষয়ে মিমাংশা করেন। স্ত্রী পিংকি খাতুনকে মাসুদ রানা এবিষয়ে সতর্ক করলেও তা কর্নপাত করতো না পিংকি। সম্প্রতি ব্র্যাকের লোন পরিশোধের বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও কথাকাটাকাটি হয়। এরই জেরে পিংকি ভাই মামুনের ইন্ধনে পিংকি নাচোল থানায় ১১/২/২৫ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মিথ্যা মামলা দায়ের করলে পুলিশ মাসুদকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। নাচোল থানা মামলা নং ০৮।