1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

আদমদীঘিতে আওয়ামীলীগের কর্মী দুলাল কুন্ডু গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বিদ্যেন্দু কুমার কুন্ডু দুলাল (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার বিদ্যেন্দু কুমার কুন্ডু দুলাল উপজেলার তালশন গ্রামের মৃত দিলীপ কুমার কুন্ডুর ছেলে। তিনি উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামী করা হয়েছে। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিদ্যেন্দু কুমার কুন্ডু দুলালের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।  

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার বিদ্যেন্দু কুমার কুন্ডু দুলালকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত