উদযাপন উপলক্ষে বেকারত্ব, আত্মকর্মসংস্থান
বিষয়ক উঠান বৈঠক ও আলোচনা সভা
===========================
॥ ৯ ফেব্রুয়ারি রোববার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ে দিনাজপুর এর আয়োজনে “তারুণের উৎসব -২০২৫” উদযাপন উপলক্ষে বেকারত্ব, আত্মকর্মসংস্থান বিষয়ক উঠান বৈঠক ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে কৃষির অগ্রগতি এবং কৃষি কার্যক্রম তুলে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, কৃষিতে যুব সমাজকে সম্পৃক্ত করতে পারলে তারা চাকুরির পিছনে না ঘুরে নিজেই স্বাবলম্বি হতে পারবে। এখন অনেক আধুনিক প্রযুক্তি দেশে কৃষির উন্নয়নে ব্যবহার হচ্ছে। অল্প সময়ে বেশি ফসল উৎপাদন করে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোছাঃ শাহীনা বেগম তার বক্তব্যে বলেন এখন নারীরা বাড়িতে গোবাদী পশু ও হাঁস মুরগী পালন করে স্বাবলম্বি হচ্ছে। প্রচুর টাকা আয় করার পাশাপাশি দেশে আমিষ পূরণে অগ্রনী ভূমিকা পালন করছে। এ ব্যাপারে যারা পশু বা হাঁস মুরগী পালন করেন তাদের নিয়মিত পশু চিকিৎকের পরামর্শ গ্রহণ করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ তার বক্তব্যে বলেন, সরকার তারুণের উৎসবের মাধ্যমে তরুণদের বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। বৈষম্যহীন একটি দেশ গড়তে তরুণদের যথেষ্ট ভূমিকা রয়েছে। উক্ত সভায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্দোগ্যে একজন প্রতিবন্ধিকে ৪০হাজার টাকা,্ এবং ২৫ জন উপকারভোগীর মাঝে ৫ লক্ষ্য ৫৬ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয় ও প্রতিবন্ধিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ।