বাগমারা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক ওয়াহেদ মন্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
জনা গেছে আগামী ১২-ফেব্রুয়ারী, বিকাল ৩-০০ মিনিটে, তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তাহেরপুর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র, আ.ন.ম.সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও তাহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক, আলিম বাবু’র পরিচালনায় অনুষ্ঠিত ওই স্মরণ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন; সৈয়দ শাহিন শওকত, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ডঃ মোঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি, রাজশাহী।
আমিরুল ইসলাম খান আলিম,
সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
আবুল সইদ চাঁদ, আহ্বায়ক রাজশাহী জেলা (বিএনপি), সদস্য জাতীয় নির্বাহী কমিটি।
মোঃ সাইফুল ইসলাম মার্শাল, সিনিয়র যুগ্ম-আহবায়ক রাজশাহী জেলা ও সদস্য কেন্দ্রীয় বিএনপি।
ওবায়দুর রহমান চন্দন, সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
মামুন অর রশিদ, সদস্য সচিব, রাজশাহী মহানগর বিএন পি।
ডি.এম জিয়াউর রহমান, আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি।
অধ্যাপক কামাল হোসেন, সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি।
আব্দুর রাজ্জাক সভাপতি, ভবানীগঞ্জ পৌর বিএনপি।
এছাড়াও রাজশাহী জেলার সকল উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।