1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল সহ দুই যুবক আটক!

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম.এ বারী। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩ টায় উপজেলার মেঘনা টোলপ্লাজার এলাকা থেকে তাদের আটক করা হয়! আটককৃতরা হলেন কুমিল্লার কোতয়ালী থানার সুজানগর এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) ও একই জেলা ও থানার খামার কৃষ্ণপুর এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে কামরুজ্জামান (২৮)!
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ বারী জানায়, মেঘনা টোলপ্লাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে কুমিল্লা থেকে ঢাকা গামী একটি পিকআপ গাড়ীকে সংকেত দিয়া থামানো হয়। তখন গাড়ী হইতে দুইজন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এরপর তাদের কাছ থেকে মোট ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত  সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বহন করে এনে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট