1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

জাবির ছাত্রী হল থেকে বহিরাগত যুবক আটক

নিজস্ব প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হিম উৎসবে ঘুরতে এসে নওয়াব ফয়জুন্নেসা হলে বান্ধবীর আবাসিক কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। গতকাল শনিবার (১৮ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের এক ছাত্রীর কক্ষ থেকে তাঁকে আটক করা হয়।

আটক যুবকের নাম আশরাফুল ইসলাম (যাযাবর পারভেজ)। তাঁর দাবি, তিনি চট্টগ্রামের ডাবলমুরিং এলাকার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ে ‘হিম উৎসব’ অনুষ্ঠান উপলক্ষে সেখানে ঘুরতে এসেছিলেন।

এ ঘটনা বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত, ঘটনা সঙ্গে জড়িত এক ছাত্রীকে বহিষ্কার এবং হল প্রশাসনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২তম ব্যাচের এক ছাত্রীর সঙ্গে হলে প্রবেশ করেন পারভেজ। এ সময় তাঁর কপালে টিপ, পরনে পালাজ্জো ও ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল। তাঁর পোশাক ও হাঁটার ধরন দেখে কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে বিষয়টি হল সুপারকে জানানো হয়। একপর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে হল সুপারসহ কয়েকজন গিয়ে ওই ছাত্রীর কক্ষে পারভেজকে দেখতে পান। এরপর তাঁকে আটক করে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নওয়াব ফয়জুন্নেসা হলের হল সুপার নাদিয়া সুলতানা বলেন, ওই ছাত্রীর কক্ষে পুরুষের উপস্থিতি টের পেরে তাঁকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রীর কক্ষে গিয়ে ওই যুবককে (পারভেজ) খাটের ওপরে বসে থাকা অবস্থায় দেখা যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি হলের প্রাধ্যক্ষকে জানানো হয়।

আটকের পর পারভেজ বলেন, ‘আমরা দুজন ভালো দোস্ত। সাত বছরের বন্ধুত্ব।’ ওই ছাত্রীর সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করে পারভেজ বলেন, ‘হিম উৎসব উপলক্ষে ক্যাম্পাসে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ পরে মুখ ও শরীরে চাদর মুড়িয়ে হলে প্রবেশ করি।

নিজেকে বিবাহিত দাবি করে অভিযুক্ত ওই ছাত্রী বলেন, ‘আমরা উভয়ই ভালো বন্ধু। হিম উৎসবে সে বেড়াতে এসেছিল। রাতে থাকার জায়গা না পাওয়ায় তাঁকে হলে নিয়ে এসেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আটক যুবককে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তির মুখোমুখি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট