1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার ও সমাপনী।

মোঃ পনির খন্দকার। স্টাপ রিপোটার। ০১৭৭৪৭৭৭৭১২
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী মেলার পুরস্কার ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে নতুন উদ্ভাবনে সেরাদের এবং কুইজ প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলায় উদ্ভাবনে যেই সব শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছেন সেই সব প্রতিষ্ঠানগুলো হলো জুনিয়র গ্রæপে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় প্রথম সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ দ্বিতীয় ভাইয়াসূতী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছেন।
সিনিয়র গ্রæপে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রথম সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজ দ্বিতীয় রাথুরা কারিগরি মহাবিদ্যালয় তৃতীয় হয়েছেন।
মেলায় কুইজ প্রতিযোগিতায় যারা পুরস্কার পেয়েছেন জুনিয়র গ্রæপ থেকে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজ দ্বিতীয় বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয় তৃতীয় হন। সিনিয়র গ্রæপে পুরস্কার পান সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজ প্রথম জামালপুর রাজমাহন বিদ্যাপীঠ দ্বিতীয় সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ তৃতীয় স্থান হয়েছেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরে ই জান্নাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এসএম মনজুর এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.শাহাদৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.ইসমাইল শেখ, উপজেলা একাডেমিক সুভারভাইজার জিন্নাত রেহানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধিক লোক ।
অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, দুইদিন ব্যাপী মেলা নানা আয়োজনের মদ্যদিয়ে আজ শেষ হলো। এবারের প্রতিযোগিতায় ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। মেলায় ১৮টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করে। তরুণদের উদ্ভাবনে পাল্টে যাবে দেশ। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সূযোগ এই মেলা। তরুণ সমাজকে অশ্লীলতা, মাদকাশক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলায় সেরাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ইউএনও তনিমা আফ্রাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত