গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ লিটার মদসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার স্বপ্না রানী পাল (২৭) নাগরী কেটুন গ্রামের লিটন পালের স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে এসআই মো.সাদিকুর রহমান তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে কেটুন গ্রামে লিটন পালের বাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ির সামনে থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এই সময় মদ প্রস্তুতকারী ও বিক্রেতা স্বপ্না রানী পালকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ২৪(ক) ধারায় একটি মাদক মামলা থানায় রুজু করা হয়। যার মামলা নং ১৩।
কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। প্রতিদিন বিভিন্ন স্থানে মাদকের অভিযান পরিচালিত হচ্ছে।