1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

কয়রায় ঘুগরাকাটি বাজারের সরকারি  জায়গা দখলের অভিযোগ   

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের  ঘুগরাকাটি বাজারের  সরকারী জায়গা দখলের অভিযোগ উঠেছে।  বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় জনসাধারণ  সরকারী জায়গা দখলের প্রতিবাদ জানিয়ে তা বাজারের অনুকুলে ফিরিয়ে আনার জন্য

খুলনা জেলা প্রশাসক ও কয়রা উপজেলার নির্বাহী  অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়  কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের  ঘুগরাকাটি বাজারে সপ্তাহে ২দিন শনি ও বুধ হাট বসে।  এই হাটে বিভিন্ন এলাকা থেকে ব্যবসাীয়রা তাদের পন্য বিক্রি করার জন্য এখানে এসে মালামাল বিক্রি করে । বাজারে জায়গা সংকুলুন না হওয়ায় চাননীর পাশে দোকানদারদের বেচাকেনার সুবিধার্তে  সরকারীভাবে ১৯৯৬ সালে ইটের সলিং বিছানোর মাধ্যমে জায়গা বৃদ্ধি করা  হয়। ঐ জায়গায় কাঁচামাল বেচাকেনা করা হতো। সম্প্রতি বাজারের ব্যবসায়ীদের সুবির্ধাতে কাঁচামালের ব্যবসায়ীদের চান্নিতে বসার জায়গা করে দিয়ে ঐ জায়গায় হাটে পন্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ির পার্কিং করার ব্যবস্থা গ্রহন করা হয়। ঐ সরকারি জায়গায় গত ৩ জানুয়ারী রাতের আধারে স্থানীয় মফিজুল গংরা বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছে। এমনকি রাতের আধারে ঘর নিমার্নের চেষ্টা চালাচ্ছে।  তবে এ ব্যাপারে অভিযুক্ত মফিজুলের নিকট জানতে চাইলে তিনি বলেন, কারা কখন বালু দিয়ে জায়গা দখলের চেষ্টা করছে তা আমি জানিনাা। বাজারের জায়গায় ইটের সোলিং এ বালু দিয়ে ঢেকে দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদ ব্যবসায়ীরা অভিযোগ দায়ের করেছেন। কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপুর্বকব্যবস্থা গ্রহণন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত