1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুইজন আটক।

মোঃপনির খন্দকার। স্টাপ রিপোটার।
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
Oplus_131072

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে মো. আরিফুল ইসলাম ও হেমায়েত উদ্দিনের ছেলে আল-আমিন। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৬০নং মোক্তারপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ইয়াবা বিক্রি চলছে। পরে কালীগঞ্জ থানার থানার এস আই জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ৬০নং মোক্তারপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে মো. আরিফুল ইসলামের নিকট হতে ৩০ পিস ইয়াবা টেবলেট ও একই গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে আল-আমিনের হতে ৫ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে ইয়াবা বিক্রির অভিযোগে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কালীগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনির ১০ (ক) ধারায় ১৪ (১) ২৫ নং মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট