1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দুর্গাপুর উপজেলা প্রতিনিধি নাইম হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গাপুর উপজেলা শাখার সম্মানিত আমীর জনাব মোঃ সাইফুল ইসলাম বলেছেন, সমাজের অসহায় মানুষকে কষ্টে রেখে সাময়িক শান্তি লাভ করলেও মানসিক পরিতৃপ্তি লাভ করা যায় না।

এটাই মানুষের মানবতাবোধের প্রধান বৈশিষ্ট্য। অব্যাহত শৈত্যপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হওয়ার পথে। এই পরিস্থিতিতে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের অবস্থা  মরার  উপর খাড়ার ঘা’য়ের মতো দাঁড়িয়েছে। এমতাবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সহযোগিতার মানসিকতা নিয়ে শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। দেশ-জাতি ও ইসলামের কল্যাণে রাজনীতি করে বিধায় জামায়াতে ইসলামী সাধারণ জনগণের সকল দুর্যোগে অতীতে যেমন পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

তিনি ২২/১২/২৪ ইং. তারিখে রোজ রবিবার ৭ নং জয়নগর ইউনিয়ন, মাড়িয়া গ্রামের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এবং আরো বক্তব্য রাখেন জামাতের বিভিন্ন নেতা কর্মীরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গাপুর উপজেলা শাখার সম্মানিত আমীর জনাব মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গাপুর উপজেলা শাখার এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন ইউনিয়ন সভাপতি মাস্টার ইজাজুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট