1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

কালীগঞ্জে বড়দিন উদযাপনের প্রস্তুতিমূলক সভা।

স্টাপ রিপোটার।
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন তথা শুভ বড়দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভায় সভঅপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এই সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, নাগরী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফারজানা তাসলিম, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট তাজুল ইসলাম, নায়েবে আমির মো. আফতাব উদ্দিন, তুমলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সেক্রেটারী সুমন্ত আগষ্টিন পালমা, নাগরী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন সরকার, মঠবাড়ি ধর্মপল্লীর প্রতিনিধি ডেভিড রোজারিও, অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা হেমন্ত গমেজ প্রমুখ।
এ সময় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ কালীগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট