1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

বদলগাছীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ ই ডিসেম্বর) বিকালে বদলগাছী  জামাতি ইসলামের শাখা অফিসে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি জনাব মোঃ নাসির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সহ সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম, পরিবহন শ্রমিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ আসলাম হোসেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব মাওলানা ইয়াসিন আলী সহ উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিতি ছিলেন এ সময় বক্তারা বলেন শ্রমিক দের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে এবং তাদের সঙ্গে ভালো ব্যাবহার করতে হবে আমরা যে খাবার খাব  শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব একমাত্র  ইসলামি পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য   অধিকারে রাষ্ট্র কায়েম করতে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জনাব জাহাঙ্গীর আলম বলেন,ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয়, শক্রতা নয়, মালিকের খেতে পড়তে যে পরিমাণ খরচ হয় একজন শ্রমিককে সেই পরিমাণ মজুরি দিতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির জনাব নাসির উদ্দীন বলেন, ইসলামী দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম এবং শ্রমনীতির সংগ্রাম এক ও অভিন্ন। ইসলামী দ্বীন প্রতিষ্ঠা ছাড়া ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করা সম্ভব না। ছাত্র আন্দোলন যেমন একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তেমনি শ্রমিকদের এই বিশাল বিপ্লবী আন্দোলন আরেকটি নতুন বাংলাদেশের জন্ম দিবে সেই বাংলাদেশ হবে একটি নতুন কল্যাণ রাষ্ট্র গঠনের বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট