গত ১৯ ডিসেম্বর, বৃহস্পতি বার, রাত ৯ টায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই জন ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামীর নাম, ১/ মোঃ আবুল কালাম আজাদ কে ৫৭ বোতল ফেনসিডিল , ২/ মোহাম্মদ আরিজুল হক কে ১১ বোতল ফেনসিডিল সহ রংপুর হারাগাছ, মিনাজ বাজার, সাহেবগঞ্জ এ আটক করে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মোঃ আবুল কালাম আজাদ ও মোহাম্মদ আরিজুল হক ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত দের কে, আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে যৌথ বাহিনী জানিয়েছে।