1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্প বৃত্তি পরীক্ষা-২০২৪ খ্রি.

স্টাফ রিপোর্টের শ্রীপুর,গাজীপুর
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দিন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। শনিবার (১৬ নভেম্বর) এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলার ১টি উপজেলায় ১০টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬ হাজার শিক্ষার্থী এ পরীক্ষা অংশগ্রহণ করে । শিক্ষার প্রাথমিক স্তরের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এবং মাধ্যমিক স্তরের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীরা শ্রেণী অনুযায়ী পৃথক পৃথক প্রশ্নে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ২ ঘন্টা ব্যাপী বহু নির্বাচনী ও সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। এ পরীক্ষার ফলে শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতামূলক স্বভাব বৃদ্ধি পাবে, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্যবিষয়ে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হবে। এ ধরনের উদ্যোগে অভিভাবকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি।

সুলতান উদ্দীন স্মৃতি বৃওি প্রকল্প পরীক্ষার সুলতান উদ্দিন জানান, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি মেধা বিকাশে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম হলো মেধা পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অন্বেষণে প্রতিযোগিতামূলক স্পৃহা বৃদ্ধি পাবে, পাঠভ্যাস গড়ে উঠবে, সমাজে কিশোর অপরাধ হ্রাস পাবে, শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। শিক্ষার্থীর সুষ্ঠু মেধা বিকাশে আমরা আগামীতে অধিকতর গ্রহণীয় পদক্ষেপ গ্রহণ করব। এ পরীক্ষা সমাজের শিক্ষাবিদ, সাহিত্যিক,আইনজীবী,চিকিৎসক এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ পরিদর্শন করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট