1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

কুলিয়ারচরে ছাত্রদল নেতা পলাশ মিয়ার উপর হামলার অভিযোগে ৫২ জনের নামে মামলা

শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছাত্রদল নেতা পলাশ মিয়ার উপর হামলার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত ১০ নভেম্বর পলাশ মিয়ার পিতা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের শ্মশানীপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল হাই হারিছ (৪৬) বাদী হয়ে কুলিয়ারচর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা নং-০২।
মামলায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর গোবরিয়া গ্রামের মৃত আব্দুল হানিফ এর ছেলে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হক আবু বক্কর (৫৫) সহ গোবরিয়া মাদ্রাসাপাড়া গ্রামের মৃত আবু কাশেম এর ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নজরুল ইসলাম (৫৬), লক্ষ্মীপুর ছমিউল্লাহপাড়া গ্রামের উছমান গণি এর ছেলে যুবলীগ নেতা মো. মোবারক হোসেন (৩৫), দশকাহুনিয়া গ্রামের মৃত আ. হেকিম এর ছেলে হাবিব মিয়া (৪২) আবু সালেক (৪৫), আবু আহমেদ (৫০) ও আ. রউফ (৫৫), আবু আহাম্মদ এর ছেলে আরমান মিয়া (৩৫) ও ইমরান (৩০), আবু সালেক এর ছেলে রোকন মিয়া (৩০), পশ্চিম গোবরিয়া গ্রামের আব্দুল বাতেন এর ছেলে রকি মিয়া (২৫), শ্মশানীপাড়া গ্রামের মৃত রসমত আলীর ছেলে আবু কালাম (৪৮), মৃত আয়েত আলীর ছেলে আবু ছিদ্দিক (৪৫), উত্তর গোবরিয়া গ্রামের মৃত রোছমত আলীর ছেলে আলম মিয়া (৪২), লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত মুর্শিদ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৮), পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের আয়েছ আলীর ছেলে আইন উদ্দিন (৩৮) ও বড়চরা গ্রামের মৃত সদু মিয়ার ছেলে মিজান মিয়া (৪৫) দের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মামলায় উল্লেখিত আসামীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে আসছে। মামলায় উল্লেখিত আসামিদের সাথে বাদীর পূর্ব থেকেই রাজনৈতিক বিরোধ চলে আসছিলো।
গত ৮ নভেম্বর বিকালে মামলায় উল্লেখিত আসামী আবু সালেক ও আ. রউফ কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি’কে অশালীন ভাষায় গালিগালাজ করে। তখন বাদীর ছেলে পলাশ মিয়া প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয় আবু সালেক ও আ. রউফ। এরই জের হিসেবে পলাশ মিয়া ওই দিন রাত ৮ টার দিকে আবু সালেক এর বাড়ীর সামনের রাস্তা দিয়ে আসার সময় আসামীগন পূর্বপরিকল্পিত ভাবে বেআইনী জনতাবন্ধে দাঁ, কিরিজ, রড, লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্রাদি নিয়ে পলাশ মিয়ার মোটরসাইকেলসহ তাহার পথ রোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে তার নিকট থাকা নগদ ৮০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত পলাশ মিয়াকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তির করেন। আহত পলাশ মিয়া গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
পলাশ মিয়ার উপর হামলার প্রতিবাদে গত ৯ নভেম্বর কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের উদ্যোগে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ অংশ গ্রহন করেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মামলা রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত