1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ৫ ও ৬ নাম্বার ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে পল্টন ট্রাজেডী দিবস অর্থাৎ ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগী-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪ বিকেলে শাহবাজপুর হাজারবিঘী ফুটবল মাঠে শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো: তোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং ৬ নাম্বার ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো: মিনহাজুল ইসলাম ও সহ-সভাপতি মো: আখতারুজ্জামান এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম ।  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরীর আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী । বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মুহাইমিন, সাবেক সভাপতি নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: আব্দুল মান্নান ও  চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবিরের সভাপতি বায়জিদ বোস্তামি । এসময় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগী-বৈঠার তান্ডবের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবী জানান । শেষে ২৮ অক্টোবর সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট