1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

প্রায় একবছর পূর্বে অজ্ঞাতনামা উদ্ধারকৃত মহিলার লাশের  পরিচয় পাইনি পুলিশ৷ 

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪ মর্নিং বিডি ডট নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
Oplus_131072

জামালপুর সদর থানাধীন  নরুন্দি তদন্ত কেন্দ্রে কর্মরত এস আই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে গত ৩০-১২-২৩ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক বিকাল ০৩’০০ ঘটিকার  সময় স্হানীয় গ্রাম পুলিশ হৃদয় রবিদাস  এর মাধ্যমে সংবাদ পাইয়া নরুন্দি ইউনিয়নের অন্তর্গত ৭ নং ওয়ার্ডের মহিশুরা খালিয়াঘর হুগলি বিলে অজ্ঞাত এক মহিলা বয়স অনুমান ৩০/৩৫) এর মৃতদেহ উদ্ধার করে।  পুলিশ  উদ্ধারকৃত অজ্ঞাত মহিলার কোন পরিচয় পায়নি।  মৃতদেহের    ময়না তদন্তের জন্য   জামালপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। উক্ত ঘটনায় জামালপুর থানায়  একটি   অপমৃত্যু মামলা  রুজু হয়।   যাহার  নং ৪৭/২০২৩ । ময়না তদন্ত ও ভিসেরা রিপোর্ট প্রাপ্ত হইয়া তদন্তকারী অফিসার নিশ্চিত হন যে, ধর্ষন করে  হত্যা করা হয়েছে। এই বিষয়ে অফিসার ইনচার্জ সাহেবের সাথে  কথা বলে জানা যায় যে, এস আই মোঃ আসাদুজ্জামান বাদী হইয়া অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করিলে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০২০) এর ৯(২) /৩০ ধারায় মামলা রুজু করে।  যাহা  জামালপুর থানার মামলা নং ২৭/৫২৪ তারিখ ২২-৮-২৪ খ্রিষ্টাব্দ। অদ্যাবধি মৃতদেহের কোন পরিচয় পাইনি পুলিশ ।   আত্মীয় স্বজনদের কোন খোঁজ মেলেনি।  কেহ যদি এই অজ্ঞাত মহিলার  পরিচয় জানেন, তাহলে জামালপুর  সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল  । মোবাইল নাম্বার ০১৩২০১০৫১৮২  আইসি নরুন্দি তদন্ত কেন্দ্র ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট