1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে হত্যা মামলায় যুবলীগ সভাপতি কাউন্সিলর বাদল আটক।

মোঃ পনির খন্দকার। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. বাদল হোসেনকে আটক করেছে থানা পুলিশ। আটক মো. বাদল হোসেন পৌরসভার মুনশুরপুর (টেকপাড়া) গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র। বুধবার (৯ অক্টোবর) বিকেলে দূর্গা পূজায় নাশকতা সৃষ্টি চেষ্টার সন্দেহে তাকে পৌর কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ৬ মে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুবদলের সম্মেলনে যাওয়ার সময় কালীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষা নদীতে ট্রলারের গতিরোধ করে যুবদল কর্মী পৌরসভার চৈতরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র জামির হোসেন ও পলাশ উপজেলার ফিরিন্দা গ্রামের আ. সালামের পুত্র নাঈম হোসেনকে হত্যা ঘটনায় দায়ের করা মামলায় [নং ৫(৮)২৪] মো. বাদল হোসেন এজাহারভুক্ত ১৪ নম্বর আসামী। এছাড়াও গত ৪ আগস্ট পৌর এলাকার বালীগাঁও বাইপাস সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল করার সময় হামলার ঘটনায় দায়ের করা মামলায় [নং ৪(৮)২৪] সে এজাহারভুক্ত ২৩ নম্বর আসামী। পৌর যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাদল হোসেনের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজী, সন্ত্রাস, ভুমিদস্যুতার একাধিক অভিযোগ রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিকেলে হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. বাদল হোসেনকে পৌর কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। চাঞ্চল্যকর একাধিক মামলার আসামী হয়েও সে জামিন না নিয়ে সন্দেহজনকভাবে এলাকায় ঘুরাফিরা করছিল। ধারনা করা হচ্ছে দূর্গা পূজায় নাশকতা সৃষ্টির জন্যই সে এলাকায় এসে সমবেত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত