1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

শহীদ আবু সাঈদের কটুক্তিকারী ম্যাজিট্রেট ঊর্মির দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন

শিল্পী আক্তার রংপুর ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি কুটুক্তিমুলক বক্তব্য ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফুসে উঠেছে পীরগঞ্জবাসী। মঙ্গলবার শহীদ আবু সাঈদের পরিবার ও সর্বস্তরের জনসাধারণের পক্ষে পীরগঞ্জ প্রেসক্লাব চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী, আবুল হোসেন, ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম, সাংবাদিক আব্দুল করিম সরকার ও বেগম রোকেয়া বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমিন প্রমুখ । সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ । তার এ মৃত্যু গোটা দেশ তথা বিশ^বাসী প্রত্যক্ষ করেছে । তার এ আত্মত্যাগের মধ্যে দিয়ে ছাত্রজনতার যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল এতে নিহত হয়েছে শতশত ছাত্র জনতা । শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন হয়েছে। গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে । দেশবাসীসহ গোটা বিশ^বাসীর কাছে এ আন্দোলনে শহীদ গণ সমাদৃত । অথচ সরকারের একজন কর্মকর্তা হয়ে আবু সাঈদ সম্পর্কে ম্যাজিট্রেট উর্মি যে ধৃষ্টতা দেখিয়েছে তা অগ্রহন যোগ্য । ওইদিন বিকালে আবু সাঈদের জন্মস্থান জাফরপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট