1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় শর্টগান রাজু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাভারের আশুলিয়া থেকে আওয়ামী লীগ নেতা ও রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ ওরফে শর্টগান রাজু (৪০)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গতবৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

গ্রেপ্তারকৃত রাজু আহমেদ আশুলিয়ার চাঁনগাঁও এলাকার শহিদুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান, অন্যের জমি জোরপূর্বক দখল, সরকারি খাস পুকুর বিক্রিসহ বিভিন্ন অভিযোগ করেছেন স্থানীয়রা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ছাত্র-জনতাকে গুলি করে হত্যার ঘটনায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানায় রাজু আহমেদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা করা হয়েছে। সব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রিমান্ড চেয়ে তাকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

রাজুর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে মানুষকে মারধর, ভাঙচুর, লুটপাট, শ্লীলতাহানি, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের ৭ নভেম্বর তিনি আশুলিয়ার গৌরীপুর থেকে গ্রেপ্তার হয়েছিলেন।

এসময় তার সহযোগী আব্দুল জলিলও একে ৪৭ ও রিভলবারসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত