1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ২ ট্রলারকে ৫৮ হাজার টাকা জরিমানা

মোঃ মাহতাব হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় ৬৫ দিনের সামুদ্রিক মৎস্য আহরণের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২ টি ট্রলারকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) রাতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে নিজামপুর কোস্ট গার্ডের সদস্যরা কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন চ্যানেলে অভিযান চালিয়ে এফবি আল্লাহর দান ও এফবি সুজন নামে ২টি মাছ ধরার ট্রলার ও তাতে থাকা মাছ জব্দ করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ টি ট্রলারকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং আটককৃত জেলেরা ভবিষ্যতে নিষেধাজ্ঞা অমান্য না করার শর্তে মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত কিছু মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় দান করা হয়। এছাড়া বাকি মাছ ৪৯ হাজার টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়। এসময় কলাপাড়া মেরিন ফিশারিজ কর্মকর্তা আশিক উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘মাছসহ দু’টি ট্রলারকে জব্দ করে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জেলেদের আইন মেনে চলার পরামর্শ দিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সরকারের দেয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে নৌ-পুলিশ, কোস্ট গার্ড এবং মৎস্য বিভাগ সার্বক্ষণিক তৎপর রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত