1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

ফ্ল্যাট থেকে মীম আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি 24
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরের একটি ফ্ল্যাট থেকে মীম আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

বুধবার (২৬ জুন) দুপুরের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের আব্দুস সামাদের বাড়ির তিন তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীম আক্তার (২২) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কেরুয়া ছোটপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। সে আল আমিনের স্ত্রী। আল আমিন স্বাদ গ্রুপের স্বাদ টেক্সটাইল মিলে সিনিয়র হেলপার পদে চাকুরি করে।

স্থানীয় ও বাড়ির কেয়ারটেকার মোঃ মোস্তাকিম জানান, তিন মাস আগে মীম-আল আমিন দম্পতি ওই বাড়ির তিন তলার ৩৩ নাম্বার রুমে ভাড়ায় উঠেন। বুধবার দুপুর ১টার দিকে আল আমিনের সহকর্মী আরিফ বাসায় এসে জানান আল আমিন তার স্ত্রী মীমকে হত্যা করেছে কক্ষে তালা মেরে গিয়েছে। হত্যার পর আল আমিন বিষয়টি কারখানায় গিয়ে আরিফকে জানিয়েছেন। পরে আরিফ বিষয়টি বাড়ির অন্যান্যদের জানালে পুলিশকে খবর দেয়া হয়। পরে বিকেলের দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন,’খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্তে কাজ করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট