1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

বাবার বাড়ি যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভ্যানগাড়িচাপায় সুবর্ণার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি 24
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভ্যানগাড়িচাপায় সুবর্ণা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি-লিচুবাগান আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সুবর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের নূরুল হকের মেয়ে। তাঁর স্বামী মো. শামীম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী গ্রামের বাসিন্দা।

নিহতের চাচা জাকির আহমেদ বলেন, গত শুক্রবার দুপুরে ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাচ্ছিলেন সুবর্ণা। গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে তিন সন্তানসহ ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। লিচুবাগান রোডে অটোরিকশা থেকে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা ভ্যানগাড়ি তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুবর্ণাকে প্রথমে মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত