ময়মনসিংহের ফুলপুর থানাধীন ৯ নং বালিয়া ইউপিস্থ বালিয়া বাজারে হারুনুর রশিদ এর মার্কেটের সামনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফুলপুর থানা পুলিশ প্রশাসন এ-র ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আজহার মুজাহিদ সরকার ও মোঃ রফিকুল ইসলাম মোত্তালিব দেওয়ান, মোঃ হারুনুর রশিদ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনগন, স্কুল ছাত্র/ছাত্রীসহ ১৩০ জন লোক এসময় উপস্থিত ছিলেন । উক্ত আলোচনা সভায় চুরি, ছিনতাই, মাদক জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গরু ছাগলের হাটে কোন অবস্থাতেই যেন কোন মানুষ হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে পুলিশী তৎপরতায় বৃদ্ধি সহ অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়েছে।