রাজশাহীর মোহনপুরে পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। এসময় পুকুর খননে সম্পৃক্ত তিনজনকে আটক করে প্রত্যেককে ছয়মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকে পৃথক এ অভিযান চালায় প্রশাসন।
বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ধার পর এ তথ্য নিশ্চিত করে উপজেলা প্রশাসন। সাজা প্রাপ্তরা হলেন, ধুরইল এলাকার লিখন, স্বপন মিয়া এবং শাহীন আলম।
উপজেলা প্রশাসন জানায়, বাদেজুল এবং গোছা এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। মোট আটটি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাঁচটি এক্সস্ক্যাভেটর মেশিন বিনষ্ট করা হয়েছে। তিন জন আসামি ধরা পড়েছে এবং প্রত্যেককে ছয় মাসের জেল প্রদান করা হয়েছে।