অদ্য ৩১.০৫.২০২৪ ইং তারিখে চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত, বাংলাদেশ সরকার ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক সহায়তায় ( চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার ) জেলা ব্যতিত সারা দেশে পরিচালিত হচ্ছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, তারই ধারাবাহিক চিলমারী উপজেলার ছয়টি ইউনিয়নের এএসিওদের অংশগ্রহণে উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান অতিথির আসন গ্রহনের পর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ গোলাম রব্বানী সরদার,(দ্বায়িত্ব প্রাপ্ত) সভাপতিত্বে,উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়- দ্বি মাসিক সমন্বয় সভা।
সভার সভাপতি গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য ফৌজদারি মামলা ও গ্রাম আদালতে বিচারযোগ্য দেওয়ানী মামলার ধারা সমূহ সহ, আবেদন গ্রহন, মামলারস্লিপ সমন জারী, প্রথম আদেশ সমূহ, (বিধি ৩১) আপোষ মিমাংসা, গ্রাম আদালতে সদস্য মনোনয়ন, গ্রাম আদালত গঠন, স্বাক্ষীর প্রতি সমন, আদালতের প্রথম অধিবেশন সহ নথি লিখনের পদ্ধতি হাতে কলমে শিক্ষা প্রদান করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সপ্তাহে একদিন গ্রাম আদালত পরিচালনা সহ নিয়মিত এএসিওদের অফিস করার পরামর্শ প্রদান সহকারে তাঁর পক্ষথেকে গ্রামআদালত সক্রিয় করণে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। চিলমারীর মডেল থানার অফিসার ইনচার্জ গ্রাম আদালত সক্রিয় করণে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে উপস্থিত সকলকে আস্বস্ত করেন। উক্ত দ্বি মাসিক সমন্বয় সভাটি সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্প, চিলমারী কুড়িগ্রাম।
*উল্লেখ্য বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি সংস্থা “ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও), কুড়িগ্রাম জেলা সহ বাংলাদেশের ১৭ টি জেলায় বাস্তবায়নকারী সহযোগী সংস্থা হিসাবে সাফল্যের সাথে কাজ করে আসছে।