জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনায়নকৃত বিদেশী বিভিন্ন ব্যান্ডের ১৫৬টি স্মার্ট মোবাইল ফোন
উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার ও আইনের সহিত সংঘাতে জড়িত ০১ জন শিশু হেফাজতে গ্রহণ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে জনাব মোঃ মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ আসগর আলী, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স জেলা গোয়েন্দা
শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর জিডি নং-২০৭, তারিখঃ ২৫ই মে ২০২৪ খ্রিঃ মূলে শিবগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৫ই মে ২০২৪ইং তারিখ সন্ধ্যা ৭:০৫ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন কানসাট
গোপালনগর মোড়স্থ “রহিম টেলিকম” নামক মোবাইল সার্ভিসিং এর দোকান হতে ধৃত আসামী ০১। মোঃ আঃ রহিম (৩০), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-মোছাঃ রেহেনা বেগম, সাং শ্যামপুর বাবুপুর, ইউনিয়ন: শ্যামপুর, থানাঃ শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ও আইনের সহিত সংঘাতে জড়িত ০১ জন শিশুর হেফাজত ও বের করে দেওয়া মতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনায়নকৃত বিদেশি বিভিন্ন ব্যান্ডের সর্বমোট ১৫৬ (একশত ছাপ্পান্ন) টি স্মার্ট মোবাইল
ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। বর্ণিত ঘটনা সংক্রান্তে সংশিষ্ট্ল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক ধৃত আসামী ও হেফাজতে নেওয়া আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।