1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

জামালপুরে এমপি’র এপিএস সেজে প্রতারণার অভিযোগে গ্রেফতার-১

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো.আবুল কালাম আজাদের এপিএস সেজে প্রতারণার দায়ে মো.আবু হুরাইরা ওরফে খালিদ(২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। এ ঘটনায় সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আবু হুরাইরা ওরফে খালিদ নাটোর জেলার সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া এলাকার জনৈক জিহাদুল ইসলামের পুত্র।গ্রেফতারকৃত খালিদ বরেন্দ্র বিশ্ব বিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। এর আগে সে বাংলাদেশ বেতারে টেকনিশিয়ানের চাকুরী করতেন। প্রতারণার কারণে তার চাকুরীচ্যুতি ঘটে। সংবাদ সম্মেলনে জামালপুরের পুলিশ সুপার মো.কামরুজ্জামান বিপিএম বলেন, গ্রেফতারকৃত আবু হুরাইরা দীর্ঘদিন যাবৎ উচ্চ পদস্থ কর্মকর্তা, মন্ত্রী-এমপি ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে উপরের পদে আসীন করার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। সর্বশেষ জামালপুর সদর আসনের এমপি মো.আবুল কালাম আজাদ ও জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজমকেও তার মোবাইলে ফোন দিয়ে প্রতারনার ফাঁদ পেতেছিল সে। পরে বিষয়টি অবগত হয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত রোববার রাতে আবু হুরাইরাকে বগুড়া জেলার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার নামে ঢাকার পল্টন থানা, সাভার থানা ও সিংড়া থানায় পৃথক তিনটি মামলা আছে বলেও পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম জানান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা(ওসি) মহব্বত কবীর, ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান ও পুলিশের উপ-পরিদর্শক এসআই শফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত