1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

রংপুর মহানগর কোতয়ালী থানা জামায়াতের উদ্যোগে সক্রিয় সহযোগী শিক্ষাশিবির অনুষ্ঠিত।

শিল্পী আক্তার রংপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

শিল্পী আক্তার রংপুর ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর কোতোয়ালি থানার উদ্যোগে সক্রিয় সহযোগীদের নিয়ে শিক্ষা শিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে ) রংপুর নগরীর সালেক পাম্প সংলগ্ন ইসলামী ফাউন্ডেশনের হল রুমে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে সক্রিয় সহযোগী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এসময় তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের সর্বস্তরের মানুষের সমর্থনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডঃ মোহাম্মদ ইউনুস শপথ নেয়ার পর দেশে স্বৈরাচারের বিচার নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় সংস্কারের যে সুযোগ এসেছিল। সেটি সুকৌশলে নস্যাৎ করে দেয়ার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। দেশবাসীকে ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং মাতৃভূমি বাংলাদেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিয়ে হলেও সকলকে সোচ্চার থাকতে হবে।

শিক্ষা শিবিরে “ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবী” বিষয়ে আলোচনা করেন, জামায়াতের রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান।

সকাল ৭ টায় প্রোগ্রামের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া। পাশাপাশি তিনি ব্যক্তিগত রিপোর্টের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন, রংপুর মহানগর শুরা সদস্য মাওলানা মো: শাহজাহান সিরাজ। ইসলামী সাহিত্য
“চরিত্র গঠনের মৌলিক উপাদান” এর উপর আলোচনা পেশ করেন থানা সেক্রেটারী জাহাঙ্গীর আলম, সমাপনী বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর ওয়াজেদ আলী শাহ।

উল্লেখ্য যে, শিক্ষা শিবিরে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ১৪ টি ওয়ার্ডের ২৫০ জন জামায়াতের সক্রিয় সহযোগী সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট