1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

আদমদীঘিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্তে সত্যতা মিলেছে 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি সাঁওইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনুর রশীদের বিরুদ্ধে অভিভাবক ও এলকাবাসীর অভিযোগ তদন্তের সত্যতা মিলেছে। গতকাল সোমবার দুপুর পর্যন্ত ওই শিক্ষকের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে অতি সত্বর একটি সিদ্ধান্ত আসবে। গত বছরের ৩১ ডিসেম্বর উপজেলার নসরতপুর ইউপির সাঁওইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনুর রশীদের বিরুদ্ধে একই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে নুরুজ্জামান, জিয়াউর রহমান ও আবু বক্কর সিদ্দিক নামের তিন ব্যক্তি নানা অনিয়মের কথা উল্লেখ করে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৭ এপ্রিল সেই অভিযোগটির তদন্তে নামেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, নাজিম উদ্দিন সোহেল ও সুবাস চন্দ্র পাল। তাঁরা তদন্তে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা খুঁজে পান। সে অনুয়াযী উপজেলা শিক্ষা অফিসারের কাছে একটি প্রতিবেদন দাখিল করেন। 

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আল মামুনুর রশীদ জানান, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো সবই মিথ্যা। উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান বলেন, তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। ওই শিক্ষকের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট