মোঃ পনির খন্দকার।
স্টাফঃ রিপোটার।
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীদের গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গত ৯ ফেব্রæয়ারী ২০২৫ইং তারিখে কালীগঞ্জ থানার ৮(২)২৫ নং মামলায় নাগরী ইউনিয়নের গাড়ালিয়া গ্রামের সোলাইমান মৃধা ও গলান গ্রামের সাইফুল ইসলাম, গত ১৯ ফেব্রæয়ারী ২০২৫ইং তারিখে কালীগঞ্জ থানার ১৬(২)২৫ নং মামলায় কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন মুন্সী, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেন, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মোসলেহ উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহ জালাল ভূইয়া, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. গোলজার হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আল-আমিন ভূইয়া, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খন্দকার এবং গত ২১ আগষ্ট ২০২৪ইং তারিখে কালীগঞ্জ থানার ৪(৮)২৪ নং মামলায় মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলমকে আটক করা হয়। শনিবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আটকের পর শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।