সোনারগাঁয়ে নয়ন (৩০) নামে হাত-পাঁ বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ-পূর্ব পাশের দড়িকান্দী এলাকার লাঙ্গলবন্দ ব্রীজের নিচে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় নিহতের পরনে ট্রাউজার ও শার্ট পরিহিত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবকের মরদেহটি ব্রহ্মপুত্র নদে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুর আনুমানিক ১২টার দিকে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের পর স্থানীয়রা মৃতের কপাল ও গালে ধাঁরালো অস্ত্রের আঁঘাতের চিহৃ দেখতে পায়।
সোনারগাঁ থানার বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুুবুর রহমান মুঠোফোনে জানান, নিহত নয়ন রাজধানীর মোহাম্মদপুর থানার টিক্কাপাড়ার ১৫/সি-১৯ নং বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সে সোনারগা উপজেলার সাদীপুর ইউনিয়নের বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় থাকতেন। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত মৃত্যুর বিষয়ে জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত