1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

সোনারগাঁওয়ে ছেলের হাতে পিতা খুন!

স্টাফ রিপোর্টার-আফজাল! সোনারগাঁ,নারায়ণগঞ্জ!
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার গোবিন্দপুরে মাদকাসক্ত পুত্রকে মাদক সেবনের টাকা না দেয়ায় ছুড়িকাঘাতে খুন হলেন শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর গ্রামে নিজের ছেলে রিফাত (১৮) এর হাতে খুন হন তিনি। নিহতের ভাইয়ের ছেলে ইয়ামিন সুজন বলেন, রিফাত মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে চিল্লাচিল্লি করতো। আজ দুপুরে ঝগড়ার একপর্যায়ে ছুড়ি দিয়ে পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। হঠাৎ এই ধরনের নৃশংস ঘটনা ঘটাবে তা আমরা কেউ বুঝতে পারিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকার জন্য বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে নিথর অবস্থায় পান। সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল হাসান খাঁন জানান, ছেলের হাতে বাবার খুনের বিষয় টা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি!
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করিবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট