চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় বিজিবি কতৃক বাংলাদেশী ট্রাকে ০১ জন আসামীসহ ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি আটক করা হয়।
আদ্য ১২ নভেম্বর ২০২৪ ইং তারিখ দুপুর ১:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় ১২ই নভেম্বর ২০২৪ ইং তারিখ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে বাংলাদেশী ট্রাকের মধ্যে চোরাকারবারি কতৃক ভারত থেকে বাংলাদেশের অভান্তরে বিপুল পরিমান চোরাচালানি মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিবিবিএম এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল আনুমানিক রাত ০২:১৫ ঘটিকায় সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন পানামা পোর্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বাংলাদেশী একটি ট্রাক পানামা পোর্ট হতে সোনামসজিদ গমনের সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশী করে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লকুায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক মোঃ আব্দুস শুকুর (৪০), পিতা-মোঃ আব্দুল খালেক, গ্রাম-বালিয়াদিঘী, পোষ্ট-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ট্রাকসহ আটক করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম আরো জানান মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল দল পরিচালনা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত