1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ০৪ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

সিডিএর অন্তর্ভুক্ত এলাকা হিসেবে পটিয়াকে মাষ্টার প্ল্যানের আওতায় আনা হবে- নুরুল করিম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিম বলেছেন,
পটিয়া একটি ঐতিহ্যবাহী এলাকা। শিল্প
সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে পটিয়ার গৌরবোজ্জ্বল ভূমিকা। তাই যুগে যুগে পটিয়াকে চট্টগ্রামের শিক্ষা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বাতিঘর হিসেবে দেখা হয়।তিনি আরো বলেন, পটিয়াকে বহু আগে সিডিএ,র অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এর দৃশ্যমান কার্যক্রম এতদিন চোখে পড়েনি। আমরা লোকবল নিয়োগ সাপেক্ষে পটিয়ায় একটি সাব অফিস স্থাপন সহ টেকসই অবকাঠামোগত
উন্নয়ন নিশ্চিতের পদক্ষেপ গ্রহন করব ইনশাল্লাহ। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি গতকাল শনিবার রাতে পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান ২০২৫ উপলক্ষে সালাম আর্কেডিয়া কমিউনিটি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সিডিএ বোর্ড মেম্বার হাজী মুহাম্মদ নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ হেলাল উদ্দিন সোহেল এর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ও সিডিএ বোর্ড মেম্বার প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট ফরিদ উদ্দিন বেলাল, পটিয়া বণিক সমিতির সভাপতি গাজী আমীর হোসেন,সাংবাদিক আবদুল হাকিম রানা, সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।
এতে পটিয়ায় সিডিএর তত্ত্বাবধানে রাস্তা ঘাট ও স্কুল কলেজসহ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট