সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয় হারিছ ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব শফিউল আজিম। তিনি বলেন, ‘তাঁরা দুজন (হারিছ ও জোসেফ) দুটি করে চারটি এনআইডি করেছে। এগুলো নিয়মকানুন না মেনে করা হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী এবং তদন্তের ভিত্তিতে এটি ব্লক করা হয়েছে।’ ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে তাঁরা জাতীয় পরিচয়পত্রের কোনো সুবিধা পাবেন না।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত