আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে গুমের অভিযোগ দাখিল করেছেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান (বীরপ্রতীক)। বুধবার (৯ অক্টোবর) তিনি এই অভিযোগ জমা দেন। এ বিষয়ে গুমের শিকার সাবেক এ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছি। গুমের ঘটনায় ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন চেয়েছি।’ জানা যায়, হাসিনুর রহমান (বীরপ্রতীক) বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক একজন কর্মকর্তা। সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার সময় তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। ২০১৮ সালের ৮ আগস্ট থেকে এক বছর ছয় মাস ১৪ দিন ‘আয়নাঘরে’ গুম ছিলেন বলে দাবি করেন তিনি। এর আগে চাকরিতে থাকা অবস্থায় তাকে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল বলে জানান খেতাবপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত